Logo
Logo
×

আইন-বিচার

আদিলুর-এলানের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ পিএম

আদিলুর-এলানের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আদালত। 

বৃহস্পতিবার আদিলুরের আইনজীবী মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া গণমাধ্যমকে জানান, বুধবার আমরা রায় প্রদানকারী বিচারক এএম জুলফিকার হায়াতের স্বাক্ষরিত রায়ের অনুলিপি হাতে পেয়েছি। আদিলুর রহমান এবং নাসির উদ্দিন এলানের পক্ষে দ্রুত হাইকোর্টে আপিল করে জামিন চাওয়া হবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াতের আদালত এ মামলায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়, যা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

প্রসঙ্গত, ২০১৩ সালে ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সমাবেশ করে। পরে সমাবেশস্থলে রাতযাপনের ঘোষণা দেন সংগঠনের নেতারা। তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে ৬১ জন নিহত হয় বলে দাবি করেছিল অধিকার। তবে সরকারের ভাষ্য সেই রাতের অভিযানে কেউ মারা যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম