Logo
Logo
×

আইন-বিচার

নুর ও রাশেদের বিরুদ্ধে ভবন মালিকের মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১০:৩৪ পিএম

নুর ও রাশেদের বিরুদ্ধে ভবন মালিকের মামলা

নুর ও রাশেদ। ফাইল ছবি

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে। 

রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারের মালিক মশিউর জামান বৃহস্পতিবার রাতে বাদী হয়ে মামলাটি করেন।

শুক্রবার রাতে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া যুগান্তরকে বলেন, ভবন মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এজাহারনামীয় আসামি ১৭ জন। এর মধ্যে নুর ও রাশেদের নামও রয়েছে। আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭৫ থেকে ৮০ জনকে। তবে পুলিশের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।

মামলায় অভিযোগ করা হয়, নুর জনতাবদ্ধ হয়ে অবৈধভাবে প্রবেশ করে গেট ভাঙেন। মালিক মশিউর রহমানকে হুমকি দেন।

এর আগে বৃহস্পতিবার সকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয় ভবনের মালিকপক্ষ। বিকালে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে নুরসহ আহত হন ৩০ নেতাকর্মী। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম