Logo
Logo
×

আইন-বিচার

সেই রাশিদা আক্তারের নিয়োগ অবৈধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ জুন ২০২৩, ০৮:১৯ পিএম

সেই রাশিদা আক্তারের নিয়োগ অবৈধ

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার বর্তমানে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বরত রাশিদা আক্তারের নিয়োগ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। 

বিচারপতি মাহমুদুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ ২১ জুন এ রায় দেন। 

বাদীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মো. ইমাম হোসেন ও অ্যাডভোকেট মো. সেলিম হাসান প্রধান। আইনজীবীরা বৃহস্পতিবার রায়ের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।

তারা বলেন, রাশিদা আক্তারের যোগদানের সময় জাতীয় পত্রিকায় কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি।  ওই চাকরির জন্য যে ১৫ বছরের শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতা এবং যোগ্যতার প্রয়োজন ছিল, তা তার ছিল না।

গত ৮ মার্চ কেন তার নিয়োগকে অবৈধ ঘোষণা করা হবে না মর্মে করে রুল জারি করেছিলেন হাইকোর্ট।  দীর্ঘ শুনানির পর বিবাদীরা তাদের পক্ষে যুক্তি, তথ্য-প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় হাইকোর্ট ওই রুল যথাযথ ঘোষণা করেন। আইনজীবী জানান, পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হলে রায়ের বিস্তারিত জানা যাবে।

তারা আরও জানান, ১৯৮৩ সালের অর্ডিন্যান্স এবং পরবর্তীতে কোনো রুলস অথবা গেজেট দ্বারা এবং সর্বশেষ প্রণীত বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ অনুযায়ীও ডেপুটি রেজিস্ট্রার পদ নেই। মাননীয় আদালত এ বিষয়টি আমলে নিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম