Logo
Logo
×

আইন-বিচার

ধর্ম মন্ত্রণালয় একটি অথর্ব মন্ত্রণালয়: হাইকোর্ট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৫:৫১ পিএম

ধর্ম মন্ত্রণালয় একটি অথর্ব মন্ত্রণালয়: হাইকোর্ট

এবারের হজ প্যাকেজ অমানবিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। হজের প্যাকেজ মূল্য পুনঃনির্ধারণ চেয়ে রিটের শুনানিকালে হাইকোর্ট বলেছেন, ধর্ম মন্ত্রণালয় একটি অথর্ব মন্ত্রণালয়। হজে যাওয়ার জন্য সরকারিভাবে যে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে- তা অমানবিক ও অযৌক্তিক।

মঙ্গলবার বিচারপতি কেএম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। আদালত বলেন, বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য সরকার আলাদা বাজেট রাখে, কিন্তু বাংলাদেশে এটি নেই।

ধর্ম মন্ত্রণালয়কে অথর্ব মন্ত্রণালয় উল্লেখ করে উচ্চ আদালত আরও বলেন, হজে যাওয়ার জন্য এত খরচ নির্ধারণ করার ফলে যারা উপযুক্ত তারা হজে যেতে পারছেন না। এটা একটা অমানবিক হজ প্যাকেজ। এ প্যাকেজ তৈরির সঙ্গে যারা জড়িত তারা গুনাহর ভাগি হবেন। হজের প্যাকেজ মূল্য অনেক বেশি হওয়ায় আমরা হজে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। আর গরিব মানুষরা কিভাবে যাবে। 

শুনানির সময় বিমান ভাড়া প্রসঙ্গে হাইকোর্ট বলেন, কোটি কোটি টাকা লোকসানের দায় হজ যাত্রীদের ওপর চাপাতে পারে না বিমান। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় হজ ফান্ড আছে। বাংলাদেশ ও ইন্ডিয়ার ফান্ড কম। একমাত্র বঙ্গবন্ধু এ বিষয়ে চিন্তা করেছিলেন। তারপরে এ বিষয়ে কেউ চিন্তা করেনি। 

সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাইরে অন্য যেকোনো এয়ারলাইন্সের টিকিট ক্রয় করার সুবিধা না থাকার বিষয়ে উচ্চ আদালত বলেন, এখানে ব্যবসা করার চেষ্টা করা হচ্ছে। 

পরে এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামীকাল (বুধবার) দিন নির্ধারণ করেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মো. মহসীন, অ্যাডভোকেট আশরাফ উজ জামান খান এবং অ্যাডভোকেট আহসান উল্লাহ প্রমুখ।

আজ (মঙ্গলবার) রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এতে হজের প্যাকেজ কিভাবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হলো এবং হজ প্যাকেজের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থান কী- তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদকে এ তথ্য জানাতে বলেছেন আদালত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম