Logo
Logo
×

যুগান্তর বর্ষপূর্তি

‘সাংবাদিকতা কাকে বলে যুগান্তর তা করে দেখিয়েছে’

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪২ পিএম

‘সাংবাদিকতা কাকে বলে যুগান্তর তা করে দেখিয়েছে’

সাংবাদিকতা কাকে বলে তা করে দেখিয়েছে যুগান্তর। প্রতিষ্ঠার পর থেকেই পত্রিকাটি সৎ ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। তার সবশেষ উদাহরণ গত জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থান। এ অভ্যুত্থানে যুগান্তর গণমানুষের পক্ষে কাজ করেছে যা প্রশংসা অর্জন করেছে। গণঅভ্যুত্থান ব্যর্থ হলে যুগান্তরকে পরিণতি ভোগ করতে হতো।

রাজবাড়ীর গোয়ালন্দে যুগান্তরের রজতজয়ন্তী উৎসবের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

পাঠক নন্দিত যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে রোবার বিকালে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম কার্যালয়ে র‌্যালি, আলোচনা সভা, ও কেক কাটার আয়োজন করা হয়। যুগান্তর স্বজন সমাবেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম, গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত ও রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ।

স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক, প্রথম আলোর রাজবাড়ী জেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হান, মোহনা টিভির গোয়ালন্দ প্রতিনিধি আবুল হোসেন, দৈনিক বাংলার গোয়ালন্দ প্রতিনিধি মইনুল হক মৃধা, প্রতিদিনের সংবাদ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি ফিরোজ আহমেদ, স্বজন সমাবেশের শফিউল্লাহ মন্ডল, হুমায়ুন আহমেদ, মিলন মাহমুদ, জহুরুল ইসলাম, মতিয়ার রহমান, রেজাউল ইসলাম, জেরিন রুমি, কামরুল ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম