Logo
Logo
×

যুগান্তর বর্ষপূর্তি

শরীয়তপুরে যুগান্তরের রজত জয়ন্তী পালিত

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৬ পিএম

শরীয়তপুরে যুগান্তরের রজত জয়ন্তী পালিত

শরীয়তপুরে দৈনিক যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার দুপুরে ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা সরকারী গ্রন্থাগারের আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দৈনিক যুগান্তর শরীয়তপুর জেলা প্রতিনিধি কে এম রায়হান কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন জেরা জজ কোটের পিপি অ্যাডভোকেট কবি মির্জা হজরত সাইজী। বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবুল হোসেন সরদার, ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা সরকারী গ্রন্থাগারের লাইব্ররিয়ান জান্নাতুল ফেরদৌস, সাংবাদিক এম বি কাজি নাছির, মনিরুজ্জামান খোকন, নাছির আহম্মেদ আলী, এস এম সফিক স্বপন, আবৃত্তি শিল্পী মাষ্টার আবুল বাসার, মিজান চৌকিদার, কবি এ এইচ নান্নু, মিজানুর রহমান ভূইয়া, আবদুর রাজ্জাক প্রমুখ। 

স্বজন সমাবেশের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কবী খান মেহেদী মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আতাউর রহমান, সবুজ শেখ, সাবেক কাউন্সিলর আমিনুল, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কাজি নাছির। আলোচনা শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম