Logo
Logo
×

যুগান্তর বর্ষপূর্তি

‘যুগান্তর সব সময় অসহায়ের পাশে থাকে’

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম

‘যুগান্তর সব সময় অসহায়ের পাশে থাকে’

প্রতিষ্ঠার পর থেকে যুগান্তর সব সময়ে সত্য সুন্দর ও অসহায় মানুষের পাশে থেকেছে। তাদের কথা গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। জুলাই বিপ্লবে সত্য সংবাদ প্রকাশ সঙ্গে তারা ছাত্র-জনতার পক্ষে শক্ত ভূমিকা রেখেছে। নাটোরে পাঠক নন্দিত দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে শনিবার দুপুরে নাটেরের রাণী ভবানী রাজবাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে যুগান্তর স্বজন সমাবেশ।

নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মেদ রফিক বাবনের সভাপতিত্বে ও যুগান্তর প্রতিনিধি শহীদুল হক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) একরামুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি জুলফিকুল হায়দার বাবু, যুগান্তর স্বজন সমাবেশ নাটোরের সভাপতি আব্দুল হাকিম, সাংবাদিক আব্দুস সালাম, রিয়াজুল ইসলাম, কামরুল ইসলাম, কামরুজ্জামান দেলোয়ার, সুফি সান্টু, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক ও পত্রিকা পরিবেশক মো. নজরুল ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম