Logo
Logo
×

যুগান্তর বর্ষপূর্তি

‘সংগ্রামে ও সংকটে যুগান্তরের ভূমিকা অপরিসীম’

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম

‘সংগ্রামে ও সংকটে যুগান্তরের ভূমিকা অপরিসীম’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুগান্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে যুগান্তর অপরিসীম ভূমিকা রেখে চলেছে। গণতন্ত্রের চর্চা এবং দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে পত্রিকাটি।

দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার দুপুরে নেত্রকোনার মুক্তারপাড়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

জেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও যুগান্তর প্রতিনিধি কামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, পুলিশ সুপার সাহেব আলী পাঠান, নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক ননী গোপাল সরকার, জেলা নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, কবি এনামুল হক পলাশ প্রমুখ।

এস এম মনিরুজ্জামান দুদু বলেন, ‘যুগান্তর সব সময় সঠিক তথ্য পরিবেশন করে। পত্রিকাটি দুর্জনের ভয় ও সুজনের আশ্রয়। যুগান্তর মিডিয়ার জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে তারা।’

মীর্জা সায়েম মাহমুদ বলেন, ‘যুগান্তর গণমানুষের পত্রিকা। কারণ, যুগান্তর জন্মলগ্ন থেকেই একটি পক্ষ অবলম্বন করছে, সেটা হচ্ছে সমাজের নিপীড়িত মানুষ। সকল অন্যায়-অনিয়ম, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, দুরবস্থার বিরুদ্ধে পক্ষ। সত্য সুন্দরের পক্ষ। যুগান্তর যুগ যুগ ধরে সত্যের প্রদীপ হয়ে জুলুক।’

জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, ‘অনেক শিল্প প্রতিষ্ঠান টাকা হলেই পত্রিকা খুলে ফেলে। একজনকে সম্পাদক করে মতামত চাপিয়ে দেওয়া হয়। তখন সম্পাদকের নিজস্বতা থাকে না, পত্রিকাও সমাজের দর্পণ হয়ে ওঠে না। যুগান্তর এর ব্যতিক্রম।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম