Logo
Logo
×

যুগান্তর বর্ষপূর্তি

দৈনিক যুগান্তর ২৬ বছরে পদার্পণে চরমোনাই পিরের শুভেচ্ছা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯ এএম

দৈনিক যুগান্তর ২৬ বছরে পদার্পণে চরমোনাই পিরের শুভেচ্ছা

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সত্যের সন্ধানে নির্ভীক শ্লোগান ধারণ করে ২৫ বছর অতিক্রম করে ২৬তম বর্ষে পদার্পণ করায় দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক এবং পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির (চরমোনাই পির) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 

তিনি বলেন, স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি-দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এদেশের গণমাধ্যম দেশ ও জাতির বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতের ধারাবাহিকতায় সাহসী, নির্মোহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় দৈনিক যুগান্তরের ভূমিকা প্রশংসার দাবিদার।

আগামী দিনগুলোতে ঘুস, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মজুদদারী, মুনাফাখোরীসহ সকল সমাজ ও রাস্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে দৈনিক যুগান্তর সাহসী ভুমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন চরমোনাই পির। 

তিনি বলেন, স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশে ইসলামের ইতিহাস ঐতিহ্যকে লালন ও পালন এবং চিন্তা চেতনায় ধারণ করে সাম্প্রদায়িকতা মুক্ত প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

পত্রিকাটিতে নতুন সম্পাদক হিসেবে যোগদান করা কবি আবদুল হাই শিকদারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম