আবদুল হাই শিকদারের কবিতা
জুলাই বাংলাদেশ
আবদুল হাই শিকদার
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২২ এএম
জুলাই বাংলাদেশ
আবদুল হাই শিকদার
আমার ভাইয়ের রক্তমাখা জুলাই অনিঃশেষ,
জুলাই তুমি স্বাধীন সকাল তুমিই বাংলাদেশ।
তুমি আমার কালবোশেখী টর্নেডো টাইফুন,
তুমি আমার জোছনা ও রোদ ভাতের থালায় নুন।
তুমি আমার দীপ্ত বিজয় ধান কাউনের গান,
তুমিই অসীম অন্ধকারে আলোর অভিযান।
হাজার নদী রক্ত ঢেলে দুয়ার খোলে ভোরের,
দানববংশ ধ্বংস করে বিনাশ করে চোরের।
গুমপুরীতে আনলো জুলাই দোয়েল পাখির শিস,
জুলাই তুমি আবু সাঈদ তোমাকে কুর্নিশ।
জুলাই ছিল থাকবে জুলাই আসবে জুলাই আরও,
মুগ্ধতাময় এমন জুলাই হয়নি দেখা কারও।
আনলো জুলাই মুক্ত স্বদেশ ফিরল স্বাধীনতা,
করল দাফন দাসত্ব আর সকল অধীনতা।
নিজের চোখে আকাশ দেখার অহংকারের দিন,
জুলাই আমার স্বপ্ন আঁকা সাত রঙে রঙিন।
আমার মায়ের বক্ষফাটা জায়নামাজের দোয়া,
জুলাই তুমি আমার বোনের অশ্রু দিয়ে ধোয়া।
আমার শিশুর রক্তে নাওয়া জুলাই অনিঃশেষ,
জুলাই তুমি থাকলে জেগে বাঁচবে বাংলাদেশ।
সংহতি আর ঐক্য দিয়ে বিভেদ কর শেষ,
জুলাই তুমি একলা আশা তুমিই বাংলাদেশ।
২০ নভেম্বর ২০২৪