
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১০ এএম
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে বড় নিয়োগ, আবেদন করুন আজই

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পিএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ১৮ ক্যাটাগরির পদে ৯ম থেকে ২০তম গ্রেডে ৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা জন্য নিচে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হলো।
বয়সসীমা
সব পদের প্রার্থীর ক্ষেত্রেই ১ এপ্রিল ২০২৫ তারিখে বয়সসীমা ১৮ থেকে
৩২ বছর হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার নির্দেশিত কোটা অনুসরণ করা হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬
নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা; ৭ নম্বর
পদের জন্য ১৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা; ৮ থেকে ১৫ নম্বর
পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ১৬ থেকে ১৮
নম্বর পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডের
পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের
প্রার্থী) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট
৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ এপ্রিল থেকে ১৪ মে ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।