
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৩:৪১ এএম
আইন মন্ত্রণালয়ে নিয়োগ, পদ ৩৮

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:২৬ পিএম

আরও পড়ুন
আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের রাজস্বখাতভুক্ত পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ৬টি পদে মোট ৩৮ জনকে নিয়োগ দেবে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতাপূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। ২৫ মার্চ অনলাইনে আবেদন করা যাবে।
পদের নাম ও পদসংখ্যা
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১৬
২. কম্পিউটার অপারেটর: ৫
৩. ক্যাশিয়ার: ১
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১
৫. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ৩
৬. অফিস সহায়ক: ১২
আবেদনের বয়স: প্রার্থীর বয়স এ বছরের ১ মার্চে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বসয়সীমা সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেবিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদন ফি: ১–৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের শেষ সময়: ৬ এপ্রিল ২০২৫।