মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫ম-২০তম গ্রেডে চাকরির সুযোগ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৫ এএম
![মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫ম-২০তম গ্রেডে চাকরির সুযোগ](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/12/niog-pic-67186fc98510f-676e24984bb78-67ac1716050e1.jpg)
প্রতীকী ছবি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাধিক পদে জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ ক্যাটাগরির পদে পঞ্চম থেকে ২০তম গ্রেডে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
এই শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম গ্রেডে রেজিস্ট্রার অফিসে ১ জন উপরেজিস্ট্রার ও হিসাব অফিসে (অডিট সেল) ১ জন উপপরিচালক (অডিট) নিয়োগ দেওয়া হবে। এই গ্রেডের বেতন স্কেল ৪৩,০০০–৬৯,৮৫০ টাকা।
সপ্তম গ্রেডে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস অফিসে ১ জন সহকারী পরিচালক (পউও) এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে ১ জন সহকারী গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হবে। এই গ্রেডের বেতন স্কেল ২৯,০০০-৬৩,৪১০ টাকা।
রিসার্চ সেন্টারে নবম গ্রেডে ১ জন রিসার্চ অফিসার নিয়োগ দেওয়া হবে। এই গ্রেডের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
দশম গ্রেডে কেন্দ্রীয় গ্রন্থাগারে ১ জন ক্যাটালগার, রেজিস্ট্রার অফিসে ১ জন সেকশন অফিসার ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে (নারী অগ্রাধিকার) ১ জন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এই গ্রেডের বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৩তম গ্রেডে ১ জন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা), ১৬তম গ্রেডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ১ জন ও শেখ রাসেল হলে ১ জন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, ইংরেজি বিভাগে ১ জন ও হিসাববিজ্ঞান বিভাগে ১ জন সেমিনার গ্রন্থাগার সহকারী (বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা) নিয়োগ দেওয়া হবে।
১৭তম গ্রেডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ জন ও শেখ রাসেল হলে ১ জন ইলেকট্রিশিয়ান (বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা); ১৯তম গ্রেডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ জন লিফট অপারেটর (বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা) নিয়োগ দেওয়া হবে।
২০তম গ্রেডে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন অফিস সহায়ক; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ১ জন ও আলেমা খাতুন ভাসানী হলে ২ জন সহকারী বাবুর্চি; শেখ রাসেল হলে ৩ জন টেবিল বয়, ২ জন সিক বয়; পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস অফিসে ১ জন অফিস অ্যাটেনডেন্ট; রেজিস্ট্রার অফিসে ১ জন ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে ১ জন ক্লিনার নিয়োগ দেওয়া হবে। এই গ্রেডের বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা)
আগ্রহী প্রার্থীদের পদগুলোর যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ এবং আবেদনপত্রের নির্ধারিত ফরম ব্যক্তিগতভাবে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অথবা ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে অফিস চলাকালে সংগ্রহ করা যাবে। প্রতিটি পদের জন্য আট সেট দরখাস্ত পৌঁছাতে হবে। যারা ইতিপূর্বে এসব পদে আবেদন করেছেন, তাঁদের আর আবেদন করার প্রয়োজন নেই।
‘ভাইস চ্যান্সেলর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২’–এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ওপর আবেদন ফি বাবদ সোনালী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে পঞ্চম থেকে ১০ম গ্রেডের পদের জন ৮০০ টাকা এবং ১৩ থেকে ২০তম গ্রেডের প্রতিটি পদের এবং অফিস/বিভাগ/হলের জন্য আলাদা আলাদাভাবে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৫।