Logo
Logo
×

জাতীয়

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে যা জানা গেল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে যা জানা গেল

আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক দাবি-দাওয়া এসেছে। বেতন-ভাতা, সরকারিকরণ, জাতীয়করণ এসব বিষয় নিয়ে হয়েছে হুলুস্থুল। কিছু কিছু জায়গায় সরকার প্রতিশ্রুতিও দিয়েছে।

এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবিসি বাংলার কাছ থেকে প্রশ্ন করা হয়েছিল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে। তার কাছে প্রশ্ন রাখা হয়, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা করবেন। এটাতে অতিরিক্ত যে ব্যয়টা হবে, এটা কিভাবে সমাল দেবেন। এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে।

জবাবে অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি। এখন আমরা যেটা দিচ্ছি, এটা একেবারেই নয়, এসব লোক একেবারেই বঞ্চিত হয়েছে। পে কমিশন করে সামনে পে বাড়াব, এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না। এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে, এর আগে ২০১৫ সালে পে কমিশন হয়েছে।

তবে কি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে সাহেলউদ্দিন আহমেদ মাথা নেড়ে ‘না’ সূচক উত্তর দিয়েছে বলেছেন, কেবল স্কুল-কলেজের শিক্ষকদের ওভারটাইম, অন্যান্য কিছু বিষয় আমরা দেখব, যদি সম্ভব হয়। এটি অবশ্যই ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না।

তিনি আরও বলেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্ধ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজকল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদাতারাও বলেছে, তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এইসব খাতে বরাদ্দ কমাবে না।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম