জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ, এসএসসি পাশেও আবেদন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম
![জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ, এসএসসি পাশেও আবেদন](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/29/Untitled-7-679a560f932a2.png)
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফিস সহায়ক পদে ৫২ জন লোক নিয়োগ দেওয়া হবে। এসসসি পাশেও করা যাবে আবেদন। ২৯ জানুয়ারি থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
পদের নাম ও পদসংখ্যা
১. অফিস সহায়ক
পদসংখ্যা: ৫২
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
আবেদনের বয়সসীমা: ১৮-৩২ বছর।
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন যেভাবে: আবেদন করতে ও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
আবেদন ফি: অনলাইনে আবেদনপত্র সাবমিটের পর থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি বাবদ ৫০ টাকা, অনলাইন ফি বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা দিতে হবে।
আবেদন শেষ সময়: আবেদন করা যাবে ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।