Logo
Logo
×

চাকরি

কমছে সরকারি চাকরিতে আবেদন ফি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম

কমছে সরকারি চাকরিতে আবেদন ফি

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অ্যাসেসমেন্ট শেষে জারি হবে সরকারি আদেশ।  

রোববার রাতে নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ তথ্য জানান আসিফ মাহমুদ।  

এর আগে ১৫ অক্টোবর সরকারি চাকরিতে আবেদন ফির নামে বেকার যুবকদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ‍তুলেছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক পোস্টে চাকরির আবেদন ফি কে বেকার যুবকদের সঙ্গে প্রহসন বলেও উল্লেখ করেন হাসনাত।  

তিনি লিখেছিলেন, ‘চাকরি আবেদন ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করুন। সরকারি বেশিরভাগ ৯ম গ্রেডে আবেদন ফি ৬৬৯ টাকা। বিদ্যুৎ ( DPDC, DESCO, NESCO, NWPGCL, CGPGCL, Ashuganj+ যেকোনো স্বায়ত্তশাসিত বিদ্যুৎ কোম্পানিতে) আবেদন ফি ১০০০ টাকা, Assistant Manager লেভেলে ১৫০০টাকা। এগুলো বেকারদের সঙ্গে প্রহসন।’

হাসনাত আব্দুল্লাহর মতে, চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই গ্রহনযোগ্য নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম