Logo
Logo
×

চাকরি

বুয়েটে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ পিএম

বুয়েটে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চাকরির সুযোগ। এই প্রতিষ্ঠানে ১৬ ক্যাটাগরির নন-টেকনিক্যাল পদে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


১. পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা: ২ (স্থায়ী)। অডিট অফিসে ১টি স্থায়ী ও কম্পট্রোলার অফিসের ১টি স্থায়ী পদ

যোগ্যতা: বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক ডিগ্রিসহ কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ ও বাজেট প্রস্তুতকরণ কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডেটাবেজে অভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা


২. পদের নাম: প্রধান সহকারী

পদসংখ্যা: রেজিস্ট্রার অফিসে ১টি (স্থায়ী)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ অফিসের কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডেটাবেজে অভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা


৩. পদের নাম: সহকারী হিসাবরক্ষক

পদসংখ্যা: ৩ (স্থায়ী)। অডিট অফিসে ১টি স্থায়ী ও কম্পট্রোলার অফিসের ২টি স্থায়ী পদ

যোগ্যতা: বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডেটাবেজে অভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা


৪. পদের নাম: ক্যাটালগার

পদসংখ্যা: কেন্দ্রীয় লাইব্রেরিতে ১টি (স্থায়ী)

যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় মাস্টার্স। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডেটাবেজে অভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা


৫. পদের নাম: পিএ

পদসংখ্যা: প্রধান প্রকৌশলীর কার্যালয়ে ১টি স্থায়ী

যোগ্যতা: কমপক্ষে স্নাতক ডিগ্রিসহ শর্টহ্যান্ডে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার কম্পোজে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৪৫ শব্দের গতিসম্পন্ন এবং ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডেটাবেজে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা


৬. পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কাম ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগে ১টি (স্থায়ী)

যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগারবিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমাধারী হতে হবে। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলে দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা


৭. পদের নাম: উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ১টি (স্থায়ী)

যোগ্যতা: কমপক্ষে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডেটাবেজে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা


৮. পদের নাম: হিসাব সহাকারী কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: যন্ত্রকৌশল বিভাগে ১টি (স্থায়ী)

যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান (বাণিজ্য হলে অগ্রাধিকার) পাস। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩৫ শব্দ কম্পিউটারে কম্পোজ করার দক্ষতাসম্পন্ন হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডেটাবেজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা


৯. পদের নাম: ট্রেসার পদের বিপরীতে হিসাব সহাকারী কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটে ১টি (অস্থায়ী)

যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান (বাণিজ্য হলে অগ্রাধিকার) পাস। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩৫ শব্দ কম্পিউটারে কম্পোজ করার দক্ষতাসম্পন্ন হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডেটাবেজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা


১০. পদের নাম: এলডিএ কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪ (স্থায়ী)। ডিএইআরএস অফিসে ১টি স্থায়ী, কম্পট্রোলার অফিসে ১টি স্থায়ী, উপাচার্য অফিসে ১টি স্থায়ী ও চিকিৎসাকেন্দ্রে ১টি স্থায়ী পদ

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ কমপক্ষে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩৫ শব্দ কম্পিউটারে কম্পোজ করার দক্ষতাসম্পন্ন হতে হবে। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও পাওয়ার পয়েন্টে দক্ষতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা


১১. পদের নাম: খাদেম

পদসংখ্যা: ছাত্রকল্যাণ পরিদপ্তরের অধীন কেন্দ্রীয় মসজিদে ১টি (স্থায়ী)

যোগ্যতা: মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ফাজিল অথবা কোনো কওমি মাদ্রাসা থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শারীরিক সুস্থতা ও সবলতা এবং বিশুদ্ধ কোরআন তিলাওয়াতে সক্ষমতা এবং মাসয়ালা-সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা


১২. পদের নাম: স্টোর সহকারী

পদসংখ্যা: রেজিস্ট্রার অফিসে ১টি (স্থায়ী)

যোগ্যতা: স্টোরের কাজের অভিজ্ঞতাসহ এইচএসসি বা সমমান পাস অথবা এসএসসি পাসসহ স্টোরের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা


১৩. পদের নাম: হেড সিকিউরিটি গার্ড

পদসংখ্যা: রেজিস্ট্রার অফিসের অধীন এস্টেট, লিগ্যাল অ্যান্ড সিকিউরিটি উইংয়ে ১টি (স্থায়ী)

যোগ্যতা: এসএসসি পাসসহ আনসার ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেনিংপ্রাপ্ত হতে হবে। প্রার্থীকে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতাসম্পন্ন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করাসহ দারোয়ান বা গার্ডদের পরিচালনার সামর্থ্য থাকতে হবে। সিকিউরিটি গার্ড হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা


১৪. পদের নাম: এমএলএসএস

পদসংখ্যা: ৯ (স্থায়ী)। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ৩টি স্থায়ী, মানবিক বিভাগে ১টি স্থায়ী, আইপিই বিভাগে ১টি স্থায়ী, মেডিকেল সেন্টারে ১টি স্থায়ী, ডিএইআরএস অফিসে ১টি স্থায়ী, বিজ্ঞান অনুষদে ১টি স্থায়ী এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের অধীন শারীরিক শিক্ষা বিভাগে ১টি স্থায়ী পদ

যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। 

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা


১৫. পদের নাম: গার্ড

পদসংখ্যা: রেজিস্ট্রার অফিসের অধীন এস্টেট, লিগ্যাল অ্যান্ড সিকিউরিটি উইংয়ে ৭টি (স্থায়ী)

যোগ্যতা: জেএসসি বা সমমান পাসসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। রাইফেল চালানোর অভিজ্ঞতা থাকলে ভালো। বয়স ১৮ থেকে ৩৫ বছর। অবসরপ্রাপ্ত সামরিক কর্মচারীর জন্য বয়স শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা


১৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ৪টি (স্থায়ী)। ছাত্রকল্যাণ পরিদপ্তরে ১টি স্থায়ী, প্রধান প্রকৌশলীর কার্যালয়ের ২টি স্থায়ী এবং ড. এম এ রশীদ হলে ১টি স্থায়ী পদ।

যোগ্যতা: জেএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বুয়েটের চাকরি সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে প্রতিটি পদের নাম অনুযায়ী আলাদা আলাদা আবেদন করতে হবে। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া ও আবেদনের ফি অনলাইনের মাধ্যমে পরিশোধের প্রক্রিয়া ওয়েবসাইটের ‘Application Guideline’ মেনুতে পাওয়া যাবে। আবেদনসংশ্লিষ্ট কোনো তথ্যের প্রয়োজন হলে recruitment@regtr.buet.ac.bd ঠিকানায় ই-মেইল করা যাবে।

আবেদন ফি

আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা; ৩ থেকে ১২ নম্বর পর্যন্ত প্রতিটি পদের জন্য ২০০ টাকা এবং ১৩ থেকে ১৬ নম্বর পর্যন্ত প্রতিটি পদের জন্য ১০০ টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ অক্টোবর ২০২৪।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম