সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট) পদে বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রসায়ন অথবা ফলিত রসায়নে ৪ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি বা কেমিকৌশলে বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাশের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ন্যূনতম ২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে। প্রার্থীর অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বয়সসীমা: ১৮ জানুয়ারি ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের জন্য ৩২ বছর।
চাকরির ধরন: প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগযোগ্য। সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে ব্যবস্থাপনা পরিচালক, সিপিজিসিবিএলের অনুমোদনক্রমে চাকরির মেয়াদ ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।
মূল বেতন: ৫২,০০০ টাকা (গ্রেড-৮)
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের epgcbl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে চাকরির সুযোগ
সরকারের কোন মন্ত্রণালয়ে কত পদ খালি?
আবেদনের সময়সীমা: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, রাত ১১টা পর্যন্ত।