Logo
Logo
×

চাকরি

এসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১২:৪৯ পিএম

এসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ

বেসরকারি সাউথ-বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার/ অফিসার অন প্রবেশন

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ/প্রতিষ্ঠান থেকে এমবিএ/ এমবিএম/ স্নাতকোত্তর/চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত তিনটি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ‘ও’ এবং ‘এ’ লেভেলের ক্ষেত্রে অন্তত ‘বি’ থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থান

বেতন ও সুযোগ-সুবিধা: প্রবেশনকালে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারের মাসিক বেতন ৪৮,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৬৭,২৯৫ টাকা। আর প্রবেশনকালে অফিসার অন প্রবেশনের মাসিক বেতন ৪০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৫৫,৪০৫ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এসবিএসিব্যাংকের ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটের লিংকে গিয়ে আবেদন করতে হবে। 

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৩।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম