Logo
Logo
×

চাকরি

১৯৮ পদে লোক নেবে কৃষি গবেষণা ইনস্টিটিউটে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪০ পিএম

১৯৮ পদে লোক নেবে কৃষি গবেষণা ইনস্টিটিউটে

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানে ২৮ ক্যাটাগরির পদে ১৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলো পঞ্চম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত। আগ্রহীরা যোগ্যতা থাকা সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারেন।

যেসব পদে নিয়োগ
১৯৮ পদের মধ্যে প্রোগ্রামার ১ জন, অ্যাসিস্ট্যান্ট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার ১, সিস্টেম অ্যানালিস্ট ১ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা ৩২ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি অর্থনীতি) ২ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি প্রকৌশল) ২ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (ফুড টেকনোলজি) ৪ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিসংখ্যান) ২ জন, এস্টিমেটর ১ জন, পরিবহন কর্মকর্তা ১ জন, বৈজ্ঞানিক সহকারী ৩৫ জন, কম্পিউটার অপারেটর ২ জন, অফিস সহকারী কাম হিসাবরক্ষক ৮ জন ও অফিস সহকারী ৭ জন নেওয়া হবে।

এছাড়া স্টোর কিপার কাম অফিস সহকারী ১ জন,  ভান্ডাররক্ষক ৯ জন, ইলেকট্রিশিয়ান ৩ জন, বুলডোজার ড্রাইভার ১ জন, গাড়িচালক ৭ জন,  ট্রাক্টর ড্রাইভার ২ জন, পাওয়ার টিলার ড্রাইভার ২ জন, ম্যাশন ১ জন, প্লাম্বার ২ জন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ১৪ জন, প্রিপেয়ারার ২ জন, ক্যাশ সরকার ১ জন, সহকারী বাবুর্চি ১ জন, রুম অ্যাটেনডেন্ট ১ জন, চেইনম্যান ১ জন, হ্যামারম্যান ১ জন, অফিস সহায়ক ১৬ জন ও নিরাপত্তা প্রহরী ৩৪ জন নেওয়া হবে।

যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের http://bari.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম