চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে চাকরির সুযোগ

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ১১:২০ এএম

বেসরকারি অলাভজনক সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)
পদ সংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএ কোর্স সমাপ্ত করা থাকলে ভালো। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। সাংগঠনিক দক্ষতা ও সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: ফিক্সড টার্ম
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬০,০০০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া উৎসব বোনাস ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা আছে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের কাভার লেটার, (এক পৃষ্ঠা) সিভিসহ (দুই পৃষ্ঠা) আবেদনপত্র hr@chrfbd.org এ ঠিকানায় ইমেইল করতে হবে।
আরও পড়ুন: ওয়ান ব্যাংকের ইসলামি ব্যাংকিং বিভাগে চাকরির সুযোগ
আবেদনের শেষ সময়: ১১ সেপ্টেম্বর ২০২৩।