
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৩১ এএম
‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালনে ছাত্রশিবিরের আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১১:০৮ পিএম

আরও পড়ুন
গাজায় ইসরাইলি সন্ত্রাসীদের বর্বরোচিত গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালনে সকলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম আজ (৬ এপ্রিল) এক বিবৃতিতে বলেছেন, পশ্চিমা দেশসমূহ, বিশেষ করে আমেরিকার প্রত্যক্ষ মদদে দখলদার ইসরাইল সরকার গাজায় নির্বিচার গণহত্যায় মেতে উঠেছে। সন্ত্রাসীদের বোমার আঘাতে শুকনো পাতার ন্যায় মানুষের ক্ষতবিক্ষত দেহাংশ উড়ছে। নবজাতক, নারী-শিশু, বৃদ্ধ প্রতিমুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। মানবিক সহায়তা দিতে আসা সমাজ ও স্বাস্থ্যকর্মী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীও রেহায় পাচ্ছে না তাদের বর্বরতা থেকে। কোলাহলপূর্ণ গাজা উপত্যকা এখন শুধুই জনমানবহীন বিরানভূমিতে পরিণত হয়েছে। অসভ্য ও অমানবিকতার নির্মম শিকার গাজাবাসী যেন অভিভাবকশূন্য।
নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩ এপ্রিল পর্যন্ত গাজায় শহিদ হয়েছেন কমপক্ষে ৫০,৫২৩ জন এবং আহত হয়েছেন ১,১৪,৭৭৬ জন নিরীহ মানুষ। গাজাবাসীর মধ্যে ৯০ শতাংশই বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, বিশ্বমানচিত্র থেকে মুসলমানদের পবিত্রতম ভূমির বিলিন হয়ে যাওয়ার নির্মম দৃশ্য দেখেও বিশ্ববিবেক আজ নির্বিকার। বিশেষ করে মুসলিম বিশ্বের শক্তিধর দেশসমূহ ইসরাইলের বর্বরতা দেখেও মুখে কুলুপ এঁটে বসে আছে। মুসলিম রাষ্ট্রসমূহের নির্লিপ্ততাই ইসরাইলকে গণহত্যায় উৎসাহিত করছে। জাতিসংঘ, ওআইসির ও আরব লীগের মত সংগঠন তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
নেতৃবৃন্দ দখলদার ইসরাইল বহিনীর গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আহুত ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিকে সমর্থন জানিয়ে আগামীকাল সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন ও সারা দেশে অফিস আদালত বন্ধ রাখার জন্য বাংলাদেশের ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইসরাইলের বর্বরতার প্রতিবাদ জানিয়ে চলমান গণহত্যা বন্ধে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতিও বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।