Logo
Logo
×

রাজনীতি

‘শহিদ তিতুমীরের আত্মত্যাগ ও ইনকিলাবের চেতনার অন্যতম উত্তরাধিকার এই চব্বিশ’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

‘শহিদ তিতুমীরের আত্মত্যাগ ও ইনকিলাবের চেতনার অন্যতম উত্তরাধিকার এই চব্বিশ’

আজ ১৯ নভেম্বর (মঙ্গলবার) ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা তিতুমীরের মৃত্যুবার্ষিকী। জমিদার ও ব্রিটিশদের দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামী এই যোদ্ধা তার বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। ১৮৩১ সালের ১৯ নভেম্বর ব্রিটিশ সেনাদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় ওই কেল্লায় শহিদ হন তিতুমীর।

এই মহাবীরকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার এক মূর্ত প্রতীক শহিদ তিতুমীর। আজাদি লড়াইয়ের অমোঘ অনুপ্রেরণার আশ্রয় এই মহান পুরুষ। সমকালীন শোষকশ্রেণি ও বুর্জোয়া জমিদারদের বিরুদ্ধ যে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দিয়েছিলেন— ইতিহাসের এক অনন্য নজির।

বাঁশের কেল্লা নেহাতই কোনো প্রতিরোধ দুর্গ নয়। এটি আমাদের জমিনে নিজেদের স্বাতন্ত্র্যবোধ জন্মানোর কেন্দ্রবিন্দু। শোষক শ্রেণির তোষামোদি কিংবা গোলামি দিয়ে নিজের স্বার্থরক্ষা না করে নিজের প্রকৃত অধিকার বুঝে নেওয়ার পথটি বাতলে দিয়েছে এই প্রবাদপুরুষ— মীর নিসার আলী তিতুমীর।  

‘আপস না সংগ্রাম?— সংগ্রাম সংগ্রাম’ স্লোগানের অন্যতম পথিকৃৎ বিপ্লবী তিতুমীর। একদিকে গেড়ে বসা অত্যাচারী শাসকদের কাছে দাসখত দেননি, অন্যদিকে পরিহার করেছেন বিচ্ছিন্নতাবাদী পন্থা। আপামর শোষিত, মজলুমদের নিয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছেন তা আমাদের দেশের স্বাধিকার ও আত্মপরিচয়ের এক উর্বর স্থান। 

তিতুমীরের শহিদি আত্মত্যাগ ও ইনকিলাবের চেতনার অন্যতম উত্তরাধিকার আমাদের এই চব্বিশ— শতসহস্র শহিদ। এই কিংবদন্তির শাহাদার দিনে জানাই সালাম, রক্তিম শ্রদ্ধা।

বাঁশের কেল্লা জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম