সাংবাদিকদের সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পিএম
আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে গ্রেফতার, জেল-জুলুম, নির্যাতনের ফলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রকাশ্যে অনুষ্ঠান করতে পারেনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এই প্রথম দলটি পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সাংবাদিকদের সামনে এসেছে।
শনিবার রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ নেতাই উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত দলটির এক নেতা জানান, ছাত্রশিবির নাম শুনলেই ফ্যাসিবাদের মনে আতঙ্ক বিরাজ করত। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিয়মিত আমাদের নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি, মামলা কিংবা নির্যাতন করত। ফলে আমাদের নিরাপত্তাজনিত কারণেই আমরা অনুষ্ঠান করতে পারিনি। তবে আমাদের কার্যক্রম চলমান ছিল।
মতবিনিময় সভায় দলটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।