Logo
Logo
×

সামাজিক মাধ্যম

বিরল ক্যানসারে মারা গেলেন টিকটকার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৪:২১ পিএম

বিরল ক্যানসারে মারা গেলেন টিকটকার

বিরল ক্যানসারে মারা গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় তরুণী টিকটকার রাচেল ইয়াফে। গত ১১ অক্টোবর মৃত্যু হয়েছে তার। এ সময় তার বয়স হয়েছিল ২৭ বছর। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম নিউজডটকমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের এ টিকটকারের ফাইব্রোলামেলার হেপাটোসেলুলার কার্সিনোমা শনাক্ত হয়েছিল, যা মূলত এক ধরনের বিরল লিভার ক্যানসার। প্রতি বছর বিশ্বের প্রায় ২০০ মানুষকে প্রভাবিত করে থাকে এ রোগ।

এ টিকটকার তার রোগ শনাক্তের পরই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন খবরটি। ফলে শুভাকাঙ্ক্ষীরা সবাই জানতেন তার স্বাস্থ্যগত সমস্যার ব্যাপারে। আর বিরল এই রোগের সঙ্গে সাত বছর যুদ্ধের পর গত ১১ অক্টোবর মৃত্যু হয় তরুণী রাচেল ইয়াফের, যা সম্প্রতি প্রকাশ হয়।

লাস্যময়ী এ তরুণী মৃত্যুর কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসাপরবর্তী তীব্র অনুশোচনার অনুভূতি শেয়ার করেছিলেন। যেখানে নিজের ইতিবাচকতা বজায় রেখেছিলেন তিনি।

ভিডিওর ক্যাপশনে রাচেল ইয়াফে লিখেছিলেন, ছোট আনন্দ খুঁজে পাওয়া আমাকে সবচেয়ে খারাপ সময়েও অনুপ্রাণিত হতে সহায়তা করে। আর তার মৃত্যুর পর এই ভিডিও ক্লিপ এখন ভাইরাল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম