Logo
Logo
×

আন্তর্জাতিক

রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম

রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

আর মাত্র দুই মাসেরও কম সময়ের বাকি রমজানের। পবিত্র এ মাসটিকে স্বাগত জানাতে ইতোমধ্যে নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা। 

এরই ধারাবাহিকতায় রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বা ১ মার্চ (শনিবার) পাকিস্তানে রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে আগামী ১ মার্চ (শনিবার) অথবা ২ মার্চ (রোববার) থেকে রমজান শুরু হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে ২৯ মার্চ (শনিবার) বা ৩০ মার্চ (রোববার) বলে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।সে হিসেবে পাকিস্তানে আগামী ৩০ মার্চ (রোববার) বা ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে রমজান ও ঈদের চাঁদ চূড়ান্ত ঘোষণা করে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম