সৌদি আরবে বিশেষ দায়িত্ব পেলেন আল্লামা আরশাদ মাদানি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৯:২৩ পিএম
‘মাজমা‘উ খাদিমিল হারামাইন আশ শরিফাইন লিল হাদিস আন নাবাবী’ এর নির্বাহী পরিষদের বৈঠকে আল্লামা আরশাদ মাদানি।
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ প্রতিষ্ঠিত ‘মাজমা‘উ খাদিমিল হারামাইন আশ শরিফাইন লিল হাদিস আন নাবাবী’ এর নির্বাহী পরিষদের (মজলিসে আমেলা) সদস্যপদ লাভ করেছেন ভারতের নন্দিত বর্ষিয়ান আলেম ও দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা আরশাদ মাদানি।
সৌদি আরবে আলেমদের জন্য এটি একটি মর্যাদাপূর্ণ পদ হিসেবে বিবেচনা করা হয়। সৌদি বাদশাহ সালমান নিজেই আল্লামা আরশাদ মাদানিকে এই পদের জন্য মনোনীত করেছেন বলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।
জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে সাইয়্যেদ আরশাদ মাদানি পবিত্র মদিনায় একজন সদস্য হিসেবে মজলিসে আমেলার বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া মদিনায় সফরকালে ভারতের প্রখ্যাত এই আলেম বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এবং সেখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানির ছেলে ও সাইয়্যেদ আসআদ মাদানির ভাই । বর্তমানে তাকে ভারতের অন্যতম প্রভাবশালী আলেম হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে।
২০২০ সালে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও ২০২১ সালে তিনি পঞ্চম ‘আমিরুল হিন্দ’ নির্বাচিত হন।