
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ১১:১৫ এএম
দুধের শিশুর বমি কাপড়ে লাগলে হুকুম কী?

ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পিএম

প্রশ্ন: অনেক সময় বাচ্চাকে দুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গেই বমি করে দেয়। বমিকৃত ওই দুধে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না। জানতে চাচ্ছি, ওই বমি যদি কাপড়ে লাগে, তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে?
উত্তর: বাচ্চার গলার ভেতর দুধ যাওয়ার পর যদি সে সঙ্গে সঙ্গেও বমি করে দেয় আর তা মুখ ভরে হয়, তবে তা নাপাক গণ্য হবে। তা যদি হাতের তালুর গভীরতা পরিমাণের চেয়ে বেশি পরিমাণ শরীরে বা কাপড়ে লাগে, তাহলে তা ধুয়ে পাক করা জরুরি। নতুবা নামাজ সহিহ হবে না।
অবশ্য যদি এ পরিমাণের চেয়ে কম লাগে, তাহলে নামায হয়ে যাবে।
আর যদি বমি মুখ ভরে না হয় কিংবা বাচ্চা যদি দুধ না গিলে মুখ থেকেই তা বের করে দেয়, তাহলে তা নাপাক গণ্য হবে না। অতএব তা না ধুয়ে নামাজ পড়লেও তা আদায় হয়ে যাবে।
এ ক্ষেত্রে মূলনীতি হলো- বমি দুই ধরণের হয়ে থাকে। এক হল মুখ ভরে আসা। আরেক হল হালকা বমি যা মুখ ভরে হয় না।
যদি শিশুর বমি মুখ ভরে আসে, তাহলে উক্ত বমি নাপাক। কাপড়ে লাগলে পবিত্র করা ছাড়া নামাজ পড়া জায়েজ হবে না। যদি মুখ ভরে না হয়, তাহলে নাপাক নয়।
সূত্র: আলজামিউস সাগীর, পৃ. ৭২; আলমাবসূত, সারাখসী ১/৭৫; আততাজনীস ওয়াল মাযীদ ১/২৭১; বাদায়েউস সানায়ে ১/১২৩; শরহুল মুনইয়া, পৃ. ১২৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৪৯; রদ্দুল মুহতার ১/১৩৮