
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পিএম
চোখ ওঠার কারণে পানি পড়লে ওজু ভেঙে যাবে?

ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম

আরও পড়ুন
প্রশ্ন: কারো চোখ ওঠার কারণে চোখ দিয়ে যদি পানি পড়ে, তাহলে কি ওজু ভেঙে যাবে? জানালে উপকৃত হব।
উত্তর: চোখ ওঠা অবস্থায় চোখ দিয়ে যে পানি বের হয় তা নাপাক নয়। কেননা তা চোখের সাধারণ পানির হুকুমে। তাই তা বের হওয়ার কারণে ওজু ভাঙবে না।
অবশ্য চোখের ভেতর থেকে যদি পুঁজ বের হয়, কিংবা চোখের ভেতর ক্ষত হয়ে সেখান থেকে পানি বের হয় এবং তা চোখ থেকে গড়িয়ে পড়ে তাহলে ওজু ভেঙে যাবে।
চোখ ওঠা রোগ কেন হয়
সাধারণত ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে চোখ ওঠা রোগ হয়। আবার কখনো কখনো অ্যালার্জির কারণেও এ রোগ হয়ে থাকে। যে মৌসুমে বাতাসে আদ্রতা বেশি থাকে, সে সময় এ রোগটা বেশি হয়।
কীভাবে ছড়ায়
সাধারণত কন্টাক্টের মাধ্যমে এ রোগ ছড়ায়। যেমন: রোগীর ব্যবহৃত জিনিস (গামছা, তোয়ালে, রুমাল) অন্যরা ব্যবহার করলে এ রোগ ছড়ায়। আবার হ্যান্ড টু আই কন্টাক্টের (হাত না ধুয়ে চোখ ছুঁলে) মাধ্যমেও ছড়ায়। অর্থাৎ আক্রান্ত রোগীর ব্যবহৃত জিনিস কেউ ধরার পর যদি না ধুয়ে হাত চোখে দেয়।
লক্ষণ
চোখ লাল হয়ে যায়। সাধারণত প্রথমে এক চোখ লাল হয়, পরে দুই চোখই হয়
চোখ দিয়ে পানি পড়ে
চোখে অস্বস্তিবোধ হয় (খচখচ করে)
চোখের পাতা ফুলে যায়
চোখে ব্যথা হয়
আলো সহ্য হয় না
চোখে পিচুটি (কেতুর) হয়
চোখে হালকা জ্বালাপোড়া হয়
ঘুম থেকে ওঠার পর চোখের পাতা লেগে থাকে
কারো চোখের কর্নিয়া আক্রান্ত হলে তারা চোখে ঝাপসা দেখেন
সূত্র: ফাতহুল কাদীর ১/১৬৪; হালবাতুল মুজাল্লী ১/৩৭৮; আলবাহরুর রায়েক ১/৩২; রদ্দুল মুহতার ১/১৪৭; ফাতাওয়া রশীদিয়া, পৃ. ২৬৯