
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৬:৫১ এএম
গরম পানি দিয়ে ছারপোকা মারা যাবে?

ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ পিএম

আরও পড়ুন
প্রশ্ন: আমাদের বাসায় ছারপোকার উপদ্রব অনেক বেড়ে গেছে। অনেক চেষ্টা করেও সেগুলো দূর করতে পারছি না। ধীরে ধীরে সেগুলোর উপদ্রব বেড়েই চলছে, যার ফলে আমরা অনেক অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই আর কোনো উপায় না দেখে এখন চাচ্ছি যে, পুরো ঘর আমরা গরম পানি দিয়ে ধোব এবং ঘরের সব সামান ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে পরিষ্কার করব।
আমার প্রশ্ন হল, এ পদ্ধতিতে ঘর পরিষ্কার করার দ্বারা তো ছারপোকাগুলোকে কষ্ট দেওয়া হবে, যা হাদিসে নিষেধ করা হয়েছে। তাই এখন আমার খটকা লাগছে। কিন্তু অন্য কোনো উপায়ও খুঁজে পাচ্ছি না। তাই সিদ্ধান্তও নিতে পারছি না। এখন আমি কি করতে পারি?
উত্তর: কষ্টদায়ক ও ক্ষতিকর প্রাণী, পোকা-মাকড় মেরে ফেলা বৈধ। বিশেষত যখন তা ক্ষতি করতে থাকে এবং কষ্টের কারণ হয়।
তবে হাদিস শরিফে যেহেতু কোনো প্রাণীকে আগুন দিয়ে পোড়াতে নিষেধ করা হয়েছে, তাই ফকীহগণ এক্ষেত্রে গরম পানি ব্যবহার করতেও নিষেধ করেছেন।
কিন্তু যদি অন্য কোনোভাবেই এগুলো মারা বা তাড়ানো সম্ভব না হয়, তাহলে প্রয়োজনে গরম পানি ব্যবহার করে সেগুলো মারা বৈধ হবে।
সূত্র: সহিহ মুসলিম, হাদিস ১১৯৮; শরহে মুসলিম, নববী ৮/১১৩; ফাতহুল বারী ৪/৪৫, ৪৮; উমদাতুল কারী ১০/১৮৪; রদ্দুল মুহতার ৪/১২৯; ইমদাদুল ফাতাওয়া ৪/২৬৩