
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ১০:২৯ এএম
অগ্রিম টাকা দিয়ে কম দামে ইট কিনে রাখা যাবে?

ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম

আরও পড়ুন
প্রশ্ন: আমাদের এখানে ইট বিক্রি হয় ১২০০ টাকা হিসেবে। একবছর আগে তা কিনে রাখলে ৮০০ টাকায় কেনা যায়। এখন আমি যদি একবছর আগে টাকা দিয়ে ইট কিনে রাখি এটা কি জায়েজ হবে? নাকি এটা সুদ হিসেবে গণ্য হবে।
উত্তর: কিছু শর্ত সাপেক্ষে এভাবে অগ্রিম ইট ক্রয় করা জায়েজ আছে। শর্তগুলো হল, ১. ইটের পূর্ণ মূল্য চুক্তির সময়ই পরিশোধ করে দেওয়া।
২. ইটের ধরণ ও গুণগত মান নির্ধারণ করা (যেমন, এক নাম্বার ইট)। ৩. ইটের পরিমাণ নির্ধারণ করা। ৪. ইট প্রদানের তারিখ ও তা হস্তান্তরের স্থান নির্ধারণ করা। ৫. বিক্রেতার নিকট পুনরায় ওই ইট বিক্রি না করা।
উপরোক্ত শর্ত সাপেক্ষে অগ্রিম ইট ক্রয় করলে যদি নগদ লেনদেনের চেয়ে কিছু কম মূল্যে পাওয়া যায় তাতে অসুবিধা নেই। তবে এ ধরনের লেনদেনে মেয়াদান্তে ইটই গ্রহণ করতে হবে। ইট না নিয়ে এর মূল্য নেওয়া যাবে না।
সূত্র: সহিহ বুখারি, হাদিস : ২২৪০; হেদায়া ৩/৯৫; ফাতাওয়া সিরাজিয়া ১০৬; খুলাসাতুল ফাতাওয়া ৩/১০; আদ্দুররুল মুখতার ৫/২০৯