সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
চাঁদরাতের আনন্দ যেন পূর্ণতা পায় না মেহেদির রঙ ছাড়া। কালকে ঈদ হলে আজকেই ধুম পড়ে যাবে মেহেদিতে হাত সাজানোর। অনেকে আবার একদিন হাতে রেখেই মেহেদি দিয়ে ফেলেন। মেহেদির ক্ষেত্রে আজকাল একটু ছিমছাম নকশাই পছন্দ করছেন সবাই। তবে উপলক্ষ যেহেতু উৎসবের, হাত ভরেও পরতে পারেন মেহেদি।
বিভিন্ন শপিংমলের পাশাপাশি মেলাগুলোতে থাকা মেহেদি আর্টিস্টরা আপনার পছন্দ অনুযায়ী হাত সাজিয়ে দেবেন। পছন্দসই নকশার ছবি দেখি সে অনুযায়ী নকশা এঁকে নিতে পারেন দক্ষ আর্টিস্টদের কাছ থেকে। কিছু নকশা দেখে নিন মেহেদিতে হাত সাজানোর আগে। ছবি:সংগৃহীত