
প্রিন্ট: ২৭ মার্চ ২০২৫, ০১:৪৫ এএম
মক্কা-মদিনার ইমামদের ফেসবুক আইডিগুলো কি আসল?

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৪:৩২ পিএম

আরও পড়ুন
সৌদি আরবের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইমামদের নামে সামাজিক মাধ্যম বিভিন্ন লেখা শেয়ার হয়। তবে হারামাইনের ইমামদের সামাজিক মাধ্যম কোনো অ্যাকাউন্ট নেই বলে জানা গেছে।
তাদের নামে যেসব সোশ্যাল মিডিয়া যত অ্যাকাউন্ট দেখা যায় সবই ভুয়া। পবিত্র দুই মসজিদ ভিত্তিক ভেরিফায়েড ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক মাধ্যমে মসজিদুল হারামের ইমামদের নামে বিভিন্ন অ্যাকাউন্ট দেখা যায়। অ্যাকাউন্টগুলো থেকে বিভিন্ন ইস্যু নিয়ে পোস্ট করা হয়। পোস্টগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া জানান বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা।
সম্প্রতি ফিলিস্তিনে যুদ্ধ বিরতি ভঙ্গ করে ইসরাইলের বর্বরোচিত হামলার পর তার নামে পরিচালিত অ্যাকাউন্ট থেকে কয়েকটি পোস্ট ও দোয়া ভাইরাল হয়। বিশ্বব্যাপী জনপ্রিয় মসজিদুল হারামের ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারির নামে একটি অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ইস্যুতে পোস্ট দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে পবিত্র দুই মসজিদ ভিত্তিক ভেরিফায়েড ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পবিত্র মসজিদের ইমামদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিসিয়ালি কোনো অ্যাকাউন্ট নেই।