
প্রিন্ট: ২০ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম
কানে পানি ঢুকলে কি রোজা ভেঙে যাবে?

ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০১:৫৯ পিএম

আরও পড়ুন
প্রশ্ন: গত রমজানে একদিন গোসল করার সময় আমার কানে পানি ঢুকে যায়। আমি কানে আরেকটু পানি দিয়ে তা বের করি। এক ভাই তা দেখে বললেন, ইচ্ছাকৃত এভাবে কানের ভেতর পানি দেওয়ার কারণে আপনার রোজা নষ্ট হয়ে গেছে। জানার বিষয় হল, তার এ কথাটি কি ঠিক?
উত্তর: না, ওই ভাইয়ের কথাটি ঠিক নয়। রোজা অবস্থায় কানে পানি ঢুকলে রোজা ভাঙে না। এমনকি ইচ্ছাকৃত পানি দিলেও রোজা নষ্ট হয় না। সুতরাং আপনার রোজা ভাঙেনি। তা আদায় হয়ে গেছে।
রোজা রাখার পর অনেকেই বিভিন্ন বিষয়ে সন্দেহে থাকেন। নিশ্চিতভাবে না জানার কারণে অনেক বৈধ কাজ থেকেও বিরত রাখেন নিজেকে। রোজা অবস্থায় যেসব কাজ করলেও রোজার কোনো ক্ষতি হবে না- আসুন তা জেনে নিই।
১. ভুলক্রমে পানাহার করা। কোনো খাবার বা পানীয় ভুলে খেয়ে নিলে রোজা ভাঙবে না। তবে মনে হওয়ার সঙ্গে সঙ্গে খাবার ছেড়ে দিতে হবে।
২. আতর, সুগন্ধি ব্যবহার করা বা ফুল ইত্যাদির ঘ্রাণ নেয়া।
৩. নিজ মুখের থুতু ও কফ জমা না করে গিলে ফেলা।
৪. শরীর বা মাথায় তৈল ব্যবহার করা।
৫. ঠাণ্ডার জন্য গোসল করা।
৬. ঘুমে স্বপ্নদোষ হওয়া।
৭. মিসওয়াক করা।
৮. অনিচ্ছাকৃত বমি হওয়া
৯. চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করা।
১০. স্বাভাবিক যে কোনো ধরনের ইনজেকশন নেয়া। তবে শক্তিবর্ধক ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে।
সূত্র: আলমুহীতুল বুরহানী ৩/৩৪৭; আদ্দুররুল মুখতার ২/৩৯৬; আলবাহরুর রায়েক ২/২৭৮-২৭৯); ফিকহুন নাওয়াযিল ২/২৯৭; যাবিতুল মুফাততিরাত, পৃ. ৫৮