
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পিএম
তারাবি ২০ রাকাত পড়তে হবে কেন?

মুফতি বিলাল হুসাইন খান
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:২৪ পিএম

আরও পড়ুন
প্রশ্ন: যে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেননি, তা হজরত উমর রা. বা কোনো খলীফা নির্ধারণ করার কে? কেননা শরীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই নাজিল হয়েছে, অন্য কারো উপর নয়। আর শরীয়তে তা কতোটুকু গ্রহণযোগ্য এবং আমরা তা মানতে বাধ্য কি না?
উত্তর: যেভাবে স্বামীর দেওয়া ক্ষমতাবলে স্ত্রী তালাক দিতে পারে, প্রধানমন্ত্রীর দেওয়া ক্ষমতাবলে মন্ত্রীরা চুক্তি করতে পারে, তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ক্ষমতাবলে চার খলীফা তা করতে পারেন। আর শরীয়তে তা শুধু গ্রহণযোগ্য নয়, বরং সবার জন্য তা মানাও অপরিহার্য।
এ প্রসঙ্গে সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- যে ব্যক্তি আমার পরে জীবিত থাকবে, সে অনেক মতভেদ দেখতে পাবে। তখন আমার সুন্নত ও আমার হেদায়াতপ্রাপ্ত (চার) খলীফার সুন্নতের অনুসরণ করা তোমাদের জন্য অপরিহার্য। তোমরা একেই মজবুত করে আঁকড়ে ধরবে এবং (ধর্মীয় বিষয়ে) নিত্য-নতুন কাজ থেকে দূরে থাকবে। কেননা প্রতিটি নতুন কাজ বিদআত। আর প্রতিটি বিদআত হলো গোমরাহী।
এ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সুন্নতের পাশাপাশি চার খলীফার সুন্নতকে অনুসরণ করা এবং তা মজবুত করে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। সুতরাং কোনো একটি বিষয় যখন চার খলীফার কোনো একজনের সুন্নত হিসাবে প্রমাণ হবে, তখন তা অনুসরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ নির্দেশই যথেষ্ট এবং মুসলিম উম্মাহর জন্য তা আমল করা অপরিহার্য। এটাই সুনির্ধারিত।
এ কারণেই আমাদের অনেক আমল রয়েছে, যা চার খলীফার কোনো একজনের সুন্নত হিসাবে প্রমাণিত ও প্রতিষ্ঠিত। যেমন জুমার দ্বিতীয় আজান হজরত উসমান রা.-এর জারি করা সুন্নত। তার যুগের পূর্বে জুমার মাত্র একটি আজান হতো।
এভাবে আরো অনেক বিষয় রয়েছে, যেগুলোর ভিত্তি চার খলীফার কোনো একজনের সুন্নত। তন্মধ্যে নিয়মিত জামাতের সঙ্গে ২০ রাকাআত তারাবি অন্যতম। উপরন্তু এটি তিনজন খলীফা থেকে প্রমাণিত।
শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহ. বলেন- বিশ রাকাত তারাবি খলীফাগণের সুন্নত এবং মুসলিম জাতির আমল দ্বারা প্রমাণিত।
কাজেই কোনো একটি বিষয় চার খলীফার কোনো একজনের সুন্নত হিসাবে প্রমাণিত হলে তা মুসলিম উম্মাহর জন্য অবশ্য অনুসরণীয় হয়। এখন যদি কোনো বিষয় তিনজন খলীফা থেকে প্রমাণিত হয়, তাহলে সে বিষয়ে উম্মাহর কী করণীয় তা সহজেই অনুমেয়।
কাজেই তারাবির বিষয়ে হজরত উমর রা.-এর অনুসরণ করে আমরা জামাতের সঙ্গে ২০ রাকাত তারাবি পড়লে হেদায়াতপ্রাপ্ত হবো, ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহভাবে ইবাদত করার তাওফিক দান করুন, আমিন।