Logo
Logo
×

ইসলাম ও জীবন

রমজান মাসে বিয়ে করা যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:৪৩ এএম

রমজান মাসে বিয়ে করা যাবে?

প্রশ্ন: রমজান মাসে বিবাহ করা ইসলামের দৃষ্টিতে কেমন? এ মাসে বিয়ে করতে ইসলামে কি নিষেধাজ্ঞামূলক কোন বিধান আছে? 

উত্তর: ইসলামি শরিয়তে এমন কোনো নির্দেশনা নেই যে রমজান মাস হওয়ার কারণে বিয়ে নিষিদ্ধ কিংবা অন্য কোনো মাসে বিয়ে করতে বাধা দেয়। বরং বছরের যে কোনো সময় বিয়ে করা জায়েজ।

কিন্তু রোজাদারের জন্য ফজর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সময়ে পানাহার ও স্ত্রী সহবাস করা নিষিদ্ধ। তাই যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এবং রোজা নষ্টকারী বিষয়ে লিপ্ত হওয়ার আশংকা না করে তার জন্য রমজান মাসে বিয়ে করতে কোনো আপত্তি নেই।

তবে হ্যাঁ! যদি কেউ রমজানে এই ধারণা নিয়ে বিয়ে না করে যে, বিবাহের ব্যস্ততার কারণে রমজানের ইবাদতে ব্যাঘাত ঘটবে, তাহলে এ ধারণার কারণে বিয়ে পিছিয়ে নিতে পারবে।

বাহ্যতঃ দেখা যায়, যে ব্যক্তি রমজান মাসে তার দাম্পত্য জীবন শুরু করতে চায় অধিকাংশ ক্ষেত্রে দিনের বেলায় সে নতুন স্ত্রী থেকে ধৈর্য রাখতে পারে না। তাই সে হারাম কাজে লিপ্ত হওয়া ও এ মর্যাদাবান মাসের পবিত্রতা লঙ্ঘন করার আশংকা থাকে। 

এভাবে সে কবিরা গুনাতে লিপ্ত হয়ে তার ওপর রোজার কাজা পালন ও বড় কাফ্‌ফারা ওয়াজিব হতে পারে। বড় কাফ্‌ফারা হলো একটি দাস আজাদ করা। দাস না পেলে দুই মাস লাগাতার রোজা রাখা। যদি রোজাও না রাখতে পারে তাহলে ৬০ জন মিসকিনকে খাওয়ানো। যদি একাধিক দিন সহবাস করে থাকে তাহলে সে দিনগুলোর সংখ্যা যত ততটি কাফ্‌ফারা আসবে।

এ জন্য আলেমদের পরামর্শ হচ্ছে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার আশংকা করেন তাহলে তিনি যেন বিয়েটা রমজানের পরপর করেন। আর যদি এমন আশংকা না থাকে এবং অন্যান্য কারণে রমজানেই বিয়ের কাজ সম্পন্ন করতে হয় তাহলে কোনো সমস্যা নাই।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম