রমজানে যে বার্তা দিলেন মাওলানা তারিক জামিল

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৩:১৩ পিএম

পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামি আলোচক মাওলানা তারিক জামিল। এ মাসে হিংসা, বিদ্বেষ থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে রমজানের পবিত্রতা রক্ষার প্রতি গুরুত্ব দিয়ে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙতে নিষেধ করেছেন।
সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি লেখেন,
‘পুরো বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। এ মাসে মন থেকে সব ধরণের
ঘৃণা, হিংসা, বিদ্বেষ দূর করুন।’
শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি এক ভিডিওতে রমজানের সুসংবাদ সম্পর্কে
রাসূল সা. এর হাদিসের আলোচনা করেন। যেখানে রাসূল সা. বলেছেন, তোমাদের সামনে রমজান মাস
আসছে। এ মাসে আল্লাহ তায়ালা রহমত, বরকত ও মাগফেরাত নাজিল করেন। জান্নাতের দরজাগুলো
খুলে দেন এবং জাহান্নামের দরজগুলো বন্ধ করে দেন। জাহান্নাম থেকে মুক্তি দেন। শয়তানকে
বন্দি করেন।
রোজার প্রতি অবহেলা না করতে হজরত আলী রা. এর বর্ণিত হাদিসের আলোচনা করেন
তারিক জামিল। যেখানে বলা হয়েছে, কেউ ইচ্ছা করে রমজানের কোনো রোজা ভাঙলে পরবর্তীতে পুরো
বছর কাজা করলেও এ এক রমজানের সমান হবে না।