Logo
Logo
×

ইসলাম ও জীবন

নামাজের মধ্যে ঘড়ি দেখা যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম

নামাজের মধ্যে ঘড়ি দেখা যাবে?

প্রশ্ন: মসজিদের সামনের দেয়ালে সময় দেখার জন্য একটি ডিজিটাল ঘড়ি লাগানো হয়েছে। অনেক সময় জোহরের নামায পড়ার জন্য মসজিদে এসে সময় না দেখেই সুন্নত পড়তে শুরু করি। জামাত দাঁড়িয়ে যাওয়ার আশংকা হলে সুন্নত শেষ করতে পারব কি না নিশ্চিত হওয়ার জন্য ঘড়ি দেখি।

প্রশ্ন হল, নামাজের মধ্যে সময় দেখার উদ্দেশ্যে ঘড়ি দেখলে নামাজের কি কোনো ক্ষতি হয়?

উত্তর: নামাজের ভেতর ইচ্ছাকৃতভাবে ঘড়ি দেখা খুশুখুযু পরিপন্থী কাজ, যা মাকরূহ। তাই এ থেকে বিরত থাকা উচিত।

প্রকাশ থাকে যে, নামাজের আগে সুন্নত পড়ার জন্য এতটুকু সময় হাতে নিয়ে নামাজ শুরু করা উচিত, যেন জামাত দাঁড়ানোর আগেই সুন্নত শেষ হয়ে যায়।

নামাজে ‘হুজুরে দিল’ বা একাগ্র থাকা; এটি নামাজের প্রাণ। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহর ইবাদত কর এমনভাবে, যেন তাকে তুমি দেখতে পাচ্ছ। আর যদি দেখতে না পাও, তবে তিনি যেন তোমাকে দেখছেন।’ (বুখারি হা/৫০; মুসলিম হা/৮; মিশকাত হা/২) 

বস্তুত আমাদের মন কখনো বেকার থাকে না; হয় নামাজে থাকে, না হয় অন্যত্র থাকে। নামাজে দাঁড়ালে শয়তান বারবার মানুষের মন ছিনিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু আমাদেরকে তা ধরে রাখতে হয়। সুতরাং নামাজের শুরু থেকে শেষ পযন্ত এই কল্পনা (মুখে উচ্ছারণ ব্যতিরেকে) ধরে রাখার অনুশীলন করুন যে,’আল্লাহ আমাকে দেখছেন’। 

দাঁড়ানো থেকে রুকুতে যাবার আগে, রুকু থেকে সিজদায় যাবার আগে কিংবা সিজদা থেকে বসার আগে, প্রত্যেক অবস্থান পরিবর্তনের পূর্বে মনের অবস্থাটা দেখে নিন যে, কল্পনাটা আছে কিনা। না থাকলে আবার নিয়ে আসুন। এভাবে এই অনুশীলনের মাধ্যমে নামাজ শেষ করার চেষ্টা অব্যাহত রাখুন। 

সূত্র: আলমুহীতুল বুরহানী ২/১৫৯; খুলাসাতুল ফাতাওয়া ১/৯৯; ফাতহুল কাদীর ১/৩৫১; শরহুল মুনইয়া, পৃ. ৪৪৭; আলবাহরুর রায়েক ২/১৪; আদ্দুররুল মুখতার ১/৬৩৪

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম