Logo
Logo
×

মিডিয়া

১০০০ পর্বে পা দিল মাসুম বিল্লাহর ইসলামিক টিভি অনুষ্ঠান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম

১০০০ পর্বে পা দিল মাসুম বিল্লাহর ইসলামিক টিভি অনুষ্ঠান

জাতীয় পুরস্কার প্রাপ্ত ও গণমাধ্যম ব্যক্তিত্ব শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা’র ইসলামিক টিভি অনুষ্ঠান ১০০০ পর্বে পদার্পণ করেছে। বিটিভিসহ ১৫টি স্যাটেলাইট টিভিতে এসব অনুষ্ঠান পরিচালনা করেছেন তিনি। 

অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল- ইসলামি রিয়েলিটি শো, টকশো এবং ইসলামি প্রশ্নোত্তরের লাইভ।

বুধবার মাইটিভিতে সাওয়াল-জাওয়াব অনুষ্ঠানের মধ্য দিয়ে শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা’র পরিচালিত ইসলামিক অনুষ্ঠান ১০০০ পর্বে পদার্পণ করল। এছাড়া তিনি ৪টি রেডিওতে প্রায় ২০০০ অনুষ্ঠান পরিচালনা করেছেন।

মাসুম বিল্লাহ মাদ্রাসা বোর্ড থেকে এফ এম, এম এম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি এ (সম্মান), এম এ উত্তীর্ণ হন। উলুমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ২০০২ সালে জাতীয় পর্যায়ে বক্তৃতায় প্রথম পুরস্কার পান। পাক্ষিক সবার খবর ২০১৭ সালের সেরা ইসলামী আলোচক নির্বাচিত করে। ক্যারিয়ার বাংলাদেশ ২০১৮ সালে লেখক সম্মাননা দেয় তাকে।

ইসলামী আলোচক ও উপস্থাপক হিসেবে রয়েছেন বিটিভিসহ আরো ১৪টি টিভিতে। আলোচনা প্রচার হয়েছে প্রায় ৩০০০ (টিভি ও রেডিও)। ইসলামী কলাম লেখক হিসেবে শতাধিক লেখা প্রকাশ হয়েছে। তার প্রকাশিত গ্রন্থ ১৫ ও সম্পাদিত গ্রন্থ ১২টি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম