Logo
Logo
×

ইসলাম ও জীবন

যে দোয়ায় ঘর-বাড়ি নিরাপদ থাকবে

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৭ পিএম

যে দোয়ায় ঘর-বাড়ি নিরাপদ থাকবে

নিরাপত্তা মানুষের জীবনের বড় চাওয়া। নিরাপদ থাকতে মানুষ কত কাঠখড় পুড়ায় তার কোনো শেষ নেই। মানুষ কীভাবে নিরাপদ থাকতে পারে এবং নিরাপদে দিনমান কাটাতে পারে— এ জন্য আল্লাহর রাসুল (সা.) বিভিন্ন আমল বাতলে দিয়েছেন। 

মানুষ বাড়ি-ঘরে বসবাস করে। বাড়ি-ঘর নিরাপদ রাখা জরুরি বিষয়। তাই ঘর বাড়ি হেফাজতের দোয়া পড়া আবশ্যক। ঘর-বাড়ি হেফাজত করতে নিচের দোয়াটি পড়া যেতে পারে।

اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، عَلَيْكَ تَوَكَّلْتُ، وَأَنْتَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، ‌مَا ‌شَاءَ ‌اللهُ ‌كَانَ، ‌وَمَا ‌لَمْ ‌يَشَأْ ‌لَمْ ‌يَكُنْ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ، أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنشَرِّ كُلِّ دَابَّةٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا، إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আ’লাইকা তাওয়াক্কালতু ও আনতা রাব্বুল আ’রশিল আজিম, মা-শা-আল্লাহু কা’না, ওয়ামা লাম ইয়াশা’ লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুও’ওয়াতা ইল্লা বিল্লাহিল আলিঈল আজিম, আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাই ইন ক্বাদির ও আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাই ইন ই’লমা, আল্লাহুম্মা ইন্নি আ‘উজুবিকা মিন শাররি নাফসি ওয়ামিন শাররি কুল্লি দাব্বাতিন; আনতা আখিজুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি’আলা সিরাতিম মুস্তাকিম।

অর্থ: হে আল্লাহ্‌! আপনি আমার প্রভু, আপনি ব্যতীত অন্য কোনো ইলাহ্‌ নাই, আপনার উপর ভরসা করলাম, আপনি সম্মানিত আরশের মালিক। আল্লাহ্‌ তায়ালা যা ইচ্ছা করেন, তাই হয়; আর তিনি যা ইচ্ছা করেন না তা হয় না, আল্লাহ্‌ তায়ালার শক্তি ও সামর্থ্য ব্যতীত অন্য কোনো শক্তি বা সামর্থ নাই, জেনে রেখো যে আল্লাহ্‌ তাআ’লা সমস্ত জিনিসের উপর শক্তিশালী, ক্ষমতাবান এবং তার জ্ঞান সমস্ত জিনিসব্যাপ্ত। 

হে আল্লাহ্‌! আমার নফসের মন্দ হতে আপনার নিকট আশ্রয় চাই এবং প্রত্যেক প্রাণীর মন্দ হতে যার ঝুঁটি আপনি ধরে রেখেছেন; নিশ্চয়ই আমার প্রভু সরল পথে অধিষ্ঠিত আছেন।

এ দোয়াটির ব্যাপারে প্রসিদ্ধ হাদিসে একটি ঘটনা বর্ণিত হয়েছে। একদিন এক ব্যক্তি এসে হজরত আবু দারদা (রা.) কে সংবাদ দিলেন— হে আবু দারদা (রা.)! আপনার ঘর পুঁড়ে গেছে। হজরত আবু দারদা (রা.) বলেন, আমার ঘর পুঁড়েনি। একটু পরে আরেক ব্যক্তি এসে বললেন, হে আবু দারদা (রা.)! আগুণ ধরে ছিলো। কিন্তু আপনার ঘরের কাছে আসার সঙ্গে সঙ্গে আগুন নিভে গেছে। 

এ সংবাদ শুনে হজরত আবু দারদা (রা.) বললেন, আমি জানতাম যে আল্লাহ তায়ালা আমার সঙ্গে এমন করবেন না। একথা শুনে সংবাদদাতা আশ্চর্যাম্বিত হয়ে বললেন—হে আবু দারদা! আপনি কি করে জানলেন যে, আপনার ঘর জ্বলেনি এবং আপনি কিভাবে বললেন যে, অবশ্যই আমি জানতাম যে, আল্লাহ তায়ালা আমার সাথে এমন করবেন না। 

হজরত আবু দারদা (রা.) বললেন, এমন কিছু বাক্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন, যে ব্যক্তি এ বাক্যগুলো সকালে পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত সে কোন বিপদ আপদে পড়বে না। একইসঙ্গে যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে, সকাল পর্যন্ত সে কোন বিপদ আপদে পড়বে না।  আজ আমি এ দোয়া পড়ে ঘর থেকে বের হয়েছি। সুতরাং আমার ঘর পুঁড়তে পারে না। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম