Logo
Logo
×

সারাদেশ

ইজতেমায় হামলার হুমকি দেওয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম

ইজতেমায় হামলার হুমকি দেওয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকি দেওয়ার অভিযোগে রনি সরকার (৩৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এর আগে শনিবার ইজতেমায় জঙ্গি হামলার গুজব ছড়ানোর দায়ে তাকে আটক করা হয়। পরে শনিবার রাতে তার বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা হয়। সেই মামলায় রনিকে গ্রেফতার দেখানো হয়েছে।

রনি জয়দেবপুর থানার বাড়িয়া ইউনিয়নের আতুরী গ্রামের গিয়াস উদ্দিন সরকারের ছেলে। তিনি বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি পদে ছিলেন।

পুলিশ সূত্র জানায়, জিএমপির সদর থানা পুলিশ মোবাইল ট্রেকিং করে কাপাসিয়া থেকে রনিকে আটক করে। পরে তাকে জয়দেবপুর থানায় হস্তান্তর করে। সেখান থেকে রনিকে কাপাসিয়া থানায় স্থানান্তর করা হয়।

রোববার কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘রনি সরকারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার চেষ্টা করার অভিযোগে মামলা হয়েছে। তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম