Logo
Logo
×

জাতীয়

পুরো ইজতেমা ময়দান কড়া নজরদারিতে রয়েছে: জিএমপি কমিশনার

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৪ পিএম

পুরো ইজতেমা ময়দান কড়া নজরদারিতে রয়েছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান বলেছেন, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আগত মুসল্লিদের নিরাপত্তায় পুরো ময়দান পুলিশের কড়া নজরদারিতে। পুরো ময়দানে পোশাকি পুলিশ ছাড়াও সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও ডগ স্কোয়াড, নৌ-টহল, মোবাইল টহল, ড্রোন ভিউ, সিআইডি, ডিবি, সিসিটিভি মনিটরিং, নাইটভিশন ক্যামেরা, রুফটপ পর্যবেক্ষণ, ওয়াচ টাওয়ারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, আজ পবিত্র শবেবরাতের দিন। সবাই একে অপরের জন্য দোয়া করবেন।

শুক্রবার দুপুরে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পাশে স্থাপিত জিএমপির কেন্দ্রীয় কন্ট্রোল রুমে এক প্রেস ব্রিফিংকালে ড. মোহাম্মদ নাজমুল করিম খান এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো দুস্কৃতিকারী যাতে ইজতেমার সুযোগে ময়দানে ঢুকতে না পারে সেদিকে কড়া নজরদারি রাখা হচ্ছে।

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনাদের সামনে যদি সন্দেহভাজন কাউকে দেখতে পান তাহলে ধরিয়ে দিতে সহযোগিতা করবেন।

এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম, সহকারী উপ-পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদি হাসান দিপু, পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান, পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম, ইজতেমার শীর্ষ মুরুব্বি ওয়াসিফুল ইসলামের ছেলে ওসামা ইসলাম, ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম, হাজী মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম