Logo
Logo
×

ইসলাম ও জীবন

নামাজের বৈঠকে সূরা ফাতেহা পড়ে ফেললে করণীয় কী

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম

নামাজের বৈঠকে সূরা ফাতেহা পড়ে ফেললে করণীয় কী

প্রশ্ন: নামাজের বৈঠকে সূরা ফাতেহা পড়ে ফেললে কী হুকুম? ১ম বৈঠক ও ২য় বৈঠকে কোনো পার্থক্য আছে কি?

উত্তর: ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুআককাদাহ নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের আগে বা পরে সূরা ফাতেহা পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হবে। আর শেষ বৈঠকে তাশাহুদের আগে সূরা ফাতিহা পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে। 

কিন্তু তাশাহহুদের পর পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে না। আর যদি নামাজটি হয় নফল তাহলে প্রথম বৈঠকে হোক বা শেষ বৈঠকে, উভয়  ক্ষেত্রেই ভুলে সূরা ফাতেহা পড়লে তা যদি তাশাহহুদের পূর্বে পড়া হয়ে থাকে তবে সেক্ষেত্রে সাহু সিজদা দিতে হবে। 

আর যদি তা তাশাহহুদের পরে পড়া হয়ে থাকে তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে না।

অনুরূপভাবে রুকু অথবা সেজদার তাসবিহ ছুটে যাওয়া আসলে নামাজ ভঙ্গকারী কোনো বিষয় নয়। হানাফি মাজহাবের গ্রহণযোগ্য মতানুসারে রুকু এবং সিজদায় তাসবিহ পাঠ করা সুন্নত। (রদ্দুল মুহতার ১/৪৯৪) 

আর সুন্নত তরক করলে নামাজ ভঙ্গ হয় না। তবে হ্যাঁ, সুন্নত তরক করার কারণে নামাজ মাকরূহ হবে। তবে নামাজ আদায় হয়ে যাবে। পুনরায় আদায় করার প্রয়োজন নেই। (রদ্দুল মুহতার ১/৪৯৫)

সূত্র: হালবাতুল মুজাল্লী ২/৪৪৪; আলমুহীতুল বুরহানী ২/৩১৩; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী পৃ. ২৫০; আলবাহরুর রায়েক ২/৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম