ইজতেমায় বিকট শব্দে মুসল্লিদের আতঙ্কের কারণ জানা গেছে
টঙ্গী (শিল্পাঞ্চল) গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৩ পিএম
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রধম ধাপের মোনাজাত শেষ হয়েছে গতকাল রোববার। মোনাজাত চলাকালে বিকট শব্দে মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌড়াদৌড়ি করতে গিয়ে আহত হন শতাধিক মুসল্লি। ড্রোন থেকে শব্দ হয়েছিল বলে তখন ধারণা করা হয়। অবশেষ সোমবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
তাদের দাবি, ড্রোনের আঘাতে বেলুন ফুটে
সেই শব্দ হয়েছিল। সে জন্য ড্রোন উড়ানো বন্ধ করে দিয়েছে তারা।
সোমবার বেলা ১১টায় বিশ্ব ইজতেমা ময়দানে
বিদেশি খিত্তার পাশে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জিএমপি কমিশনার
এ তথ্য জানান।
ড. নাজমুল করীম খান বলেন, গতকাল মোনাজাতের
সময় একটি সাধারণ ড্রোনের ধাক্কায় বেলুন ফুটে আতঙ্ক তৈরি হয়। তাই ড্রোন ব্যবহারে বিধিনিষেধ
আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে
পারবেন না।
প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে জিএমপি কমিশনার বলেন, ‘আজ থেকে দ্বিতীয় ধাপ শুরু হলো। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আগের মতোই আছে। ২৩৫টি সিসি ক্যামেরা ও বাইনোকোলার দিয়ে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।’