Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইজতেমায় মোনাজাত পর্যন্ত বয়ান করবেন যারা

Icon

মো. আনোয়ার হোসেন, টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর)

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৪ পিএম

ইজতেমায় মোনাজাত পর্যন্ত বয়ান করবেন যারা

টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার বাদ জুমা দিয়ে শুরু হয়েছিল চলতি বছরের প্রথম পর্ব। আর বয়ানের মধ্য দিয়ে আজ (শনিবার) চলছে দ্বিতীয় দিন। লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে পবিত্র কুরআন-হাদিসের আলোকে ময়দানে চলছে বুজুর্গদের বয়ান। বয়ানে মশগুল হয়ে আমল করছেন মুসল্লিরা।

শনিবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। সকাল ১০টায় খিত্তায় খিত্তায় হয় তালিম। ওলামাদের উদ্দেশে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। মাদ্রাসার ছাত্রদের উদ্দেশে বয়ান করেন ভারতের মাওলানা আকবর শরিফ।

বাদ যোহর বয়ান শুরু করেন ভারতের মাওলানা ইসমাঈল গোদরা সাহেব। আর বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহায়ের। এরপর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। বাদ মাগরিব ফের বয়ান করবেন ইব্রাহীম দেওলা।

ইজতেমার প্রথম পর্বের শেষদিনে (রোববার) বাদ ফজর বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এরপর আখেরি মোনাজাতের আগে হবে নসিহতমূলক বয়ান। এ বয়ানও করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। এরপর আখেরি মোনাজাত পরিচালনা করবেন শুরায়ে নেজামের শীর্ষ মুরব্বি বাংলাদেশের মাওলানা জুবায়ের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম