Logo
Logo
×

ইসলাম ও জীবন

কাপড় বা শরীরে কুকুরের স্পর্শ লাগলে নাপাক হবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ পিএম

কাপড় বা শরীরে কুকুরের স্পর্শ লাগলে নাপাক হবে?

প্রশ্ন: আমাদের পাশের বাড়িতে একটি পালিত কুকুর আছে। কুকুরটি অনেক সময় জামা-কাপড় টেনে ধরে। আবার অনেক সময় গা ঘেষতে থাকে। 

জানার বিষয় হল, কুকুরের শরীর কাপড়ে বা গায়ে লাগলে তা নাপাক হবে কি না? মুখ দিয়ে ধরলেই বা কী হুকুম? 

উত্তর: কুকুরের শরীর নাপাক নয়। এর শরীরে কাপড় স্পর্শ করলে কাপড় নাপাক হবে না। তবে কুকুরের লালা নাপাক। এটি মুখ দিয়ে জামা টেনে ধরলে যদি কাপড়ে লালা লেগে যায় তবে কাপড় নাপাক হয়ে যাবে। অন্যথায় নাপাক হবে না। 

এছাড়া কুকুরের শরীরে তরল নাপাক লেগে থাকলে সেক্ষেত্রেও তা স্পর্শ করলে কাপড় নাপাক হয়ে যাবে।

প্রকাশ থাকে যে, শরীয়তসম্মত কারণ ছাড়া কুকুর পালা মারাত্মক গুনাহের কাজ। এ ব্যাপারে হাদিস শরীফে কঠিন ধমকি এসেছে। 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পালে ঐ ব্যক্তির প্রত্যেকদিন দুই কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। সহিহ মুসলিম, হাদিস ১৫৭৫; জামে তিরমিযী, হাদিস, ১৪৮৭

আর এক হাদিসে আছে, এক কিরাত হল, উহুদ পাহাড় সমপরিমাণ। মুসনাদে আহমদ, হাদিস ৪৬৫০

সুতরাং হাদিসে উল্লেখিত কারণ ছাড়া কুকুর পালা থেকে বিরত  থাকতে হবে।

সূত্র: শরহুল মুনইয়াহ ১৯৩; আলবাহরুর রায়েক ১/১০১; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮; আদ্দুররুল মুখতার ১/২০৮

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম