Logo
Logo
×

ইসলাম ও জীবন

তৃতীয় রাকাতে ভুলে বসে গেলে নামাজ হবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম

তৃতীয় রাকাতে ভুলে বসে গেলে নামাজ হবে?

প্রশ্ন: কয়েকদিন আগে আসরের নামাজে আমাদের মসজিদের ইমাম সাহেব ভুলে তৃতীয় রাকাতে বসে পড়েছেন। কিন্তু কেউ লোকমা দেয়নি। এরপর চতুর্থ রাকাতে ইমাম সাহেব না বসে সোজা দাঁড়িয়ে যান। কেননা তিনি ভেবেছেন, এটি তৃতীয় রাকাত। মুসল্লিরা শেষ বৈঠকে বসে লোকমা দিয়েছেন। 

কিন্তু ইমাম সাহেব শেষ বৈঠকে আর ফিরে আসেননি। বাধ্য হয়ে মুসল্লিরা বৈঠক ছেড়ে দাঁড়িয়ে ইমামের অনুসরণ করেন। মাসআলা জানা থাকায় আমি ও কয়েকজন মুসল্লি শেষ বৈঠকে বসেছিলাম। এরপর ইমাম সাহেব যখন পঞ্চম রাকাতের সিজদা করেছেন তখন আমরা সালাম ফিরিয়েছি। এরপর অবশ্য আমরাও সকলের সঙ্গে সতর্কতাবশত পুনরায় আসরের নামাজ আদায় করে নিয়েছি। 

জানার বিষয় হল, আমাদের প্রথম নামাজ সহিহ হয়েছিল কি না।

উল্লেখ্য, তৃতীয় রাকাতে ইমাম সাহেব বসার কারণে যে সাহু সিজদা ওয়াজিব হয়েছে আমরা তা আদায় করিনি।

উত্তর: নামাজের শেষ বৈঠক ফরজ। তা ছেড়ে দিলে বা ভুলে ছুটে গেলে নামাজ ফাসেদ হয়ে যায়। প্রশ্নে উল্লেখিত অবস্থায় ইমাম সাহেব শেষ বৈঠক না করে দাঁড়িয়ে যাওয়ার কারণে এবং পঞ্চম রাকাতের সিজদার আগ পর্যন্ত বৈঠকে ফিরে না আসার কারণে ইমাম-মুক্তাদি সবার নামাজ ফাসেদ হয়ে গেছে। 

যে সব মুক্তাদি পঞ্চম রাকাতের জন্য দাঁড়ায়নি তাদেরও নামাজ হয়নি। কারণ ইমামের নামাজ ফাসেদ হয়ে গেলে মুক্তাদির নামাজও ফাসেদ হয়ে যায়। 

সুতরাং উল্লেখিত অবস্থায় ইমাম ও সকল মুক্তাদির পুনরায় নাযাজ পড়ে নেওয়া সঠিক হয়েছে।

সূত্র: কিতাবুল আছল ১/২৩৯; বাদায়েউস সানায়ে ১/৪২৭; ফাতহুল কাদীর ১/৪৪৪; আলমুহীতুল বুরহানী ২/৩২০

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম