মাহারাত মডেল মাদ্রাসার বয়েজ ক্যাম্পাসের উদ্বোধন অনুষ্ঠানে অধ্যক্ষ যাইনুল আবেদীন
দেশের স্বাধীনতা রক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের প্রহরী হতে হবে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০১:১১ এএম
রাজধানীর উত্তরায় মাহারাত মডেল মাদ্রাসার বয়েজ ক্যাম্পাসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। ছবি: সংগৃহীত
দেশের স্বাধীনতা রক্ষা ও ইসলামের সেবায় নিবেদিত কর্মী হিসেবে তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যায়নুল আবেদীন।
রাজধানীর উত্তরায় মাহারাত মডেল মাদ্রাসার বয়েজ ক্যাম্পাসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহারাত মডেল মাদ্রাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এবং মাহারাত মডেল মাদ্রাসার অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা নাজমুল হক খান, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. জুনায়েদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা যায়নুল আবেদীন বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের প্রত্যেককে একেকজন চৌকষ ব্যক্তি হতে চেষ্টা করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একেকজন প্রহরী হতে হবে এবং ইসলামের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে। দেশ এবং ইসলামের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আমরা আশা করি মাহারাত মডেল মাদ্রাসা গুণগত মান সম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে অচিরেই বাংলাদেশের একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মুন কাদীর সাদি আল মাদানী।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।