Logo
Logo
×

ইসলাম ও জীবন

বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর রাখা যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর রাখা যাবে?

প্রশ্ন: বাড়িতে যেন চোর না ঢুকে এ উদ্দেশ্যে কুকুর পালা যাবে কি?

উত্তর: হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পালে ওই ব্যক্তির প্রত্যেকদিন দুই কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়।(সহিহ মুসলিম ১৫৭৫ জামে তিরমিযী ১৪৮৭)

আর এক হাদীসে আছে, القيراط مثل أُحُد এক কিরাত হলো, উহুদ পাহাড় সমপরিমাণ।  (মুসনাদে আহমদ ৪৬৫০)

এই হাদিস থেকে বুঝা যায়, বাড়ি-ঘর পাহারার উদ্দেশে কুকুর পোষা নিষেধ নয়। বরং নিষেধ হল, শখ করে ঘরে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা। (ফতোয়াতে মাহমুদিয়া ১৮/২৬৪ ফতোয়ায়ে আলমগিরি ৪/২৪২)

তবে খেয়াল রাখতে হবে যে, কুকুর যেন ঘরে প্রবেশ না করে। কেননা, রাসূলুল্লাহ সা, বলেছেন, ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না, যে ঘরে কুকুর থাকে এবং ওই ঘরেও না, যে ঘরে ছবি থাকে। (সহিহ বুখারি ৫৯৪৯)

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম