Logo
Logo
×

ইসলাম ও জীবন

সুদের টাকা দিয়ে ফ্ল্যাট কেনার পর ব্যবহার করা যাবে?

Icon

উত্তর দিয়েছেন: শায়েখ উমায়ের কোব্বাদী

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম

সুদের টাকা দিয়ে ফ্ল্যাট কেনার পর ব্যবহার করা যাবে?

প্রশ্ন: আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, তিনি ফ্ল্যাট কিনেছেন। এখন রিটায়ার্ড। এই সম্পত্তির মালিকানা গ্রহণ করা তার সন্তানের জন্য কি ঠিক হবে? আর যদি গ্রহণ করি, ফ্ল্যাট কেনার সময় ২৫ লাখ টাকা দিয়ে কিনেছিলেন, সেই পরিমাণ অর্থ সওয়াবের আশা ছাড়া দান করে দিলে হবে? নাকি এখনকার বাজার মূল্য দান করতে হবে। যেহেতু ব্যাংকের চাকুরিতে সুদ জড়িত। 

উত্তর: আপনার বাবা সুদের যে পরিমাণ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন,যা আপনার ভাষ্য মতে ২৫ লাখ টাকা; তা সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিলে আপনার বাবা ওই ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন। তখন তা থেকে উপকৃত হওয়া জায়েজ হবে। 

সদকা করার আগ পর্যন্ত ওই সম্পদ হালাল হবে না এবং এর থেকে কোনো প্রকার উপকৃত হওয়াও আপনাদের জন্য বৈধ হবে না। 

আর অতীত জীবনে হারাম উপার্জন ও তার ভোগব্যবহারের কারণে আল্লাহ তাআলার কাছে তওবা-ইস্তিগফারও করতে হবে। 

আল্লাহ তায়ালা বলেছেন, হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা কিছু অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো। যদি তোমরা মুমিন হও। যদি তা না কর তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের সংবাদ জেনে নাও। (সূরা বাকারা ২৭৮-২৭৯)

সূত্র: তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৬১৯; তাবয়ীনুল হাকায়েক ৬/৩২২; বাদায়েউস সানায়ে ৬/১৫০; হেদায়া, ফাতহুল কাদীর ৮/২৫৮)

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম